ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

২৫ হাজার টাকা মজুরি দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
২৫ হাজার টাকা মজুরি দাবিতে স্মারকলিপি

ঢাকা: পোশাকখাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বুধবার (২৪ মে) বেলা ১১টায় সেগুন বাগিচায় বিক্ষোভ শেষে শ্রমিকনেতারা মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন।

এছাড়াও বোর্ডের মালিক-শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের ৫ সদস্যকেও স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।

নেতৃবৃন্দ নতুন মজুরি ঘোষণায় মজুরি বোর্ডের দ্রুত পদক্ষেপ ও ২৫ হাজার টাকা মজুরি ঘোষণাসহ ৭ দফা দাবিতে কর্মসূচি গ্রহণ করেছে। স্মারকলিপিতে সেই বিষয়ে তারা তাদের বক্তব্য উল্লেখ করেছে।

গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে এবং গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসামাইল। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইয়াসিন, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এ.এ.এম ফয়েজ হোসেন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য্য, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এ.এ.এম ফয়েজ হোসেন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সভার সংগঠক শহীদুল ইসলাম।

কালক্ষেপণ না করে দ্রুত মজুরি বোর্ডের কাজ সম্পন্ন করার জন্য মজুরি বোর্ডের চেয়্যারম্যানসহ সকলকে আহ্বান জানিয়ে শ্রমিকনেতারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে মাত্র ৮ হাজার টাকা মজুরিতে শ্রমিকদের জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে। দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে পোশাকখাত উন্নতি করলেও তার ভাগিদার শ্রমিকরা হতে পারেনি।

নেতৃবৃন্দ আরও বলেন, এই শিল্পের ভাবমূর্তি রক্ষা এবং দুনিয়ার সস্তা মজুর হিসেবে পোশাকশ্রমিকদের পরিচিতি দূর করতে হবে। দারিদ্র্যসীমার উপরে শ্রমিকদের জীবনমান উঠাতে হলে অবশ্যই ২৫ হাজার টাকা দাবি বিবেচনায় আনতে হবে।

স্মারকলিপিতে উত্থাপিত ৭ দফা বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডকে ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব জানান শ্রমিকনেতারা। তারা শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং ২৫ হাজার টাকা নির্ধারণের দাবির যৌক্তিকতা স্মারকলিপিতে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।