ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আলী আকবর বাপ্পী

টাঙ্গাইল: টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের পার দিঘুলীয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ীর নাম আলী আকবর বাপ্পী (৩৩)। তিনি চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, রাতে বাপ্পীর মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রেখেছে সদর থানা পুলিশ। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।