ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম ও পল্লি উন্নয়নে সচিব রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
পার্বত্য চট্টগ্রাম ও পল্লি উন্নয়নে সচিব রদবদল

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আর পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এই রদবদল এনে সোমবার (২২ মে) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অপর আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে অবসর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।