ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ইটভাটায় পড়েছিল টমটমচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
নওগাঁয় ইটভাটায় পড়েছিল টমটমচালকের মরদেহ

নওগাঁ: নওগাঁয় ইটভাটা থেকে অতুল (৩৮) নামে এক টমটমচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ মে) সকালে শহরের বাইপাস সড়কের পাশে আজাদের ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের মৃত অভয়ের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো রোববার (২১ মে) টমটম নিয়ে নওগাঁ শহরে আসেন অতুল। এরপর রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। পরে সোমবার সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।