ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুন-ধর্ষণসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
খুন-ধর্ষণসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তারা

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে অভিযান চালিয়ে মাদক, খুন, ধর্ষণসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টার অভিযানে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডনা, রাতাছড়া পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-  লোকমান (২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), সাদ্দাম হোসেন (২৫), জামাল উদ্দিন (৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), আলী আহমদ (৩২), কামাল উদ্দিন, সেলিম উদ্দিন (৩১), মুহিবুর রহমান (৫৬), রউফ মিয়া (৩০)।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক শুক্রবার (১৯ মে) এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।