ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের নদীতে প্লাস্টিক সামগ্রী ফেলায় ট্রলারসহ মালিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
সুন্দরবনের নদীতে প্লাস্টিক সামগ্রী ফেলায় ট্রলারসহ মালিক আটক

সাতক্ষীরা: সুন্দরবনের নদীতে প্লাস্টিক সামগ্রী ফেলে পরিবেশ দূষণের দায়ে পর্যটকবাহী একটি ট্রলারসহ এর মালিক জাকির হোসেনকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মহসীনের হুলো নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে নজরুল ইসলামের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনের নদীতে প্লাস্টিক সামগ্রী ফেলা সম্পূর্ণ নিষেধ। এর পরেও ওই ট্রলার মালিক আইনের তোয়াক্কা না করে নদীতে বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী ফেলেন। খবর পেয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মহসিনের নেতৃত্বে বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকসহ পর্যটকবাহী ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারে থাকা ১৫ জন পর্যটককে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ট্রলার মালিকের নামে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।