ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: মাস্কাটগামী চট্টগ্রামের যাত্রীদের জন্য ইউএস-বাংলার ফ্রি বাস

স্টাফ করেসপন্ডেন্ট| | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: মাস্কাটগামী চট্টগ্রামের যাত্রীদের জন্য ইউএস-বাংলার ফ্রি বাস

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সরকারের সিদ্ধান্তে চট্টগ্রাম ও কক্সবাজারের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ঢাকা হয়ে মাস্কাটগামী যাত্রীদের সুবিধার্থে বাস সার্ভিস দেওয়া হয়েছে।

রোববার (১৪ মে) সকাল ৯টার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসের সামনে থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।

ইউএস-বাংলার ঢাকা থেকে মাস্কাটের বিএস-৩২১ ফ্লাইট এর যাত্রীদের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিসসের ব্যবস্থা করেছে। বাস সার্ভিসটি পেতে ০১৭৭৭৭০৭৫২৮ ও ০১৭৭৭৭৭৭৮২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমকে/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।