ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা যুবলীগ সভাপতি হত্যা, আসামি মিরপুরে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
নেত্রকোনা যুবলীগ সভাপতি হত্যা, আসামি মিরপুরে গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে নেত্রকোনার দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, মাদক, অস্ত্রসহ এক ডজন মামলার আসামি মোর্শেদ হাবিব ভুইয়া ওরফে জুয়েলকে (৪৫)। ২০০১ সালে নেত্রকোনা জেলা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি তিনি।

শনিবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

জুয়েল নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামের মৃত হাবিবুর রহমান ভুইয়ার ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, শুক্রবার মিরপুর মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাকে ধরার পর শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, জুয়েল পেশাদার অপরাধী। তিনি মিরপুর থাকেন এবং ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে তিনি ঢাকায় বিক্রি করেন। গতকালও এই ইয়াবা বিক্রির জন্যই বউ বাজার আসেন জুয়েল।

ওসি বলেন, জুয়েলের বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।