ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে রাস্তাকাটার মামলায় বিএনপির ৪২ নেতাকর্মী খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ১০, ২০২৩
পিরোজপুরে রাস্তাকাটার মামলায় বিএনপির ৪২ নেতাকর্মী খালাস

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে রাস্তাকাটার মামলায় বিএনপির ৪২ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।   

বুধবার (১০ মে) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুহিদুজ্জামান এ রায় দেন।

জানা গেছে, গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর রাতে নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী  ইউনিয়নের  শাঁখারীকাঠী গ্রামের নিক্সন বৈরাগীর বাড়ি সংলগ্ন মাটির রাস্তাকাটার অভিযোগে নাজিরপুর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও সম্পাদকসহ বিএনপি ও ছাত্রদলের ১৭ জনের নাম উল্লেখ ছাড়াও বিএনপির অজ্ঞাতনামা দুইশ নেতাকর্মীর নামে মামলা  দায়ের করেন। পরে আদালতে ৪২ জনের নামে চার্জশিট দেয় পুলিশ।  

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আকন জানান, অভিযোগ প্রামণ না হওয়ায় আদালত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।