ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে এবার সরকারিভাবে হজযাত্রী বাড়ল ৩ গুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ৭, ২০২৩
হবিগঞ্জে এবার সরকারিভাবে হজযাত্রী বাড়ল ৩ গুণ ফাইল ছবি

হবিগঞ্জ: এবার পবিত্র হজ পালনে যাওয়ার জন্য হবিগঞ্জ থেকে সরকারিভাবে ২৩ জন ও বেসরকারিভাবে ১৪৮ জনসহ মোট ১৭১ জন আবেদন করেছেন।

গত বছর জেলাটি থেকে সরকারিভাবে হজ পালন করেছেন আটজন।

এবার তা বেড়ে তিনগুণ হয়েছে।

রোববার (৭ মে) হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।  

মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গতকাল শনিবার (৭ মে) পর্যন্ত সরকারিভাবে আবেদনকারী ২৩ জন ও বেসরকারিভাবে ১৪৬ জনের তথ্য ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনকারীদের প্রত্যেকের সরকারি ফি লেগেছে ৬ লাখ ৮৩ হাজার টাকার কিছু বেশি।

তিনি আরও জানান, রোববার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আবেদনকারীদের প্রশিক্ষণ প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৭১ জন হজযাত্রী বিষয়ে প্রশিক্ষণ নেবেন। আগামী ৮-১২ জিলহজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।