ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ৩, ২০২৩
সাতক্ষীরায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় বজ্রপাতে জয়ন্তী ধর (৪৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) বিকেলে পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়া গ্রামে মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে মৃত্যু হয় তার।

নিহত জয়ন্তী ধর মির্জাপুর পূর্বপাড়ার দীলিপ ধরের স্ত্রী ও ২ সন্তানের জননী।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে জয়ন্তী ধর বৃষ্টির মধ্যে মাঠ থেকে ধান তুলছিলেন। এসময় প্রচণ্ড বাতাস বইছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। তাৎক্ষণিক প্রতিবেশীরা উদ্ধার করে তাকে বাড়ি নিয়ে স্থানীয় চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জয়ন্তীকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।