ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ভুল ধরিয়ে দিলে সংশোধন করে নেবো: হিরো আলম

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ভুল ধরিয়ে দিলে সংশোধন করে নেবো: হিরো আলম

বগুড়া: আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, মানুষ মাত্রই ভুল। আমার কোনো ভুল হলে ধরিয়ে দেন।

তাহলে ভুল সংশোধন করে নিতে পারব।

শুক্রবার (২১ এপ্রিল) বগুড়ায় এক ইফতার বিতরণী কর্মসূচিতে উপস্থিত হয়ে আলোচিত এ ইউটিউবার এই কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমার কথা বলাসহ বিভিন্ন ত্রুটির বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো সংশোধনে আমি শিক্ষক রেখেছি। আমার সব কিছু শিখতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে।

এসময় হিরো আলম আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান। পরে হিরো আলম নিজে হাতে গরিবদের মাঝে ইফতার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
কেইউএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।