ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ পুলিশ সদস্য পেলেন ঈদউপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ পুলিশ সদস্য পেলেন ঈদউপহার

ব্রাহ্মণবাড়িয়া: ‘এক ছাতার নিচে থেকে ঈদ আনন্দ হবে সবার জন্য সমান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১৫৯২ পুলিশ সদস্যকে ঈদউপহার দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরের শহরের পশ্চিম মেড্ডা এলাকার জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারীকল্যাণ সমিতি ও জেলা পুলিশের উদ্যোগে এ ঈদউপহার দেওয়া হয়।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও পুলিশ নারীকল্যাণ সমিতির সভানেত্রী মিসেস জহুরা আক্তার।  
 
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ১৫৯২ জন পুলিশ সদস্যকে ঈদউপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।