ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের ১৫ দিনের কারাদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গণি বিশ্বাস (৩৬) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর ২ নম্বর ঘাটের সাখাইয়াতপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ আদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত গণি বিশ্বাস উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের খনুয়া গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিরিশিরি ইউনিয়নের সাখাইয়াতপাড় এলাকার নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় গণি বিশ্বাস (৩৬) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।