ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ চার জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।