ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ লাইন টানতে গিয়ে দুবাইফেরতের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বিদ্যুৎ লাইন টানতে গিয়ে দুবাইফেরতের মৃত্যু

মেহেরপুর: গরুর গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দুবাইফেরত হাবিবুর রহমান (৪৫)।

নিহত হাবিবুর রহমান গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বিজিবি ক্যাম্প পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১০টার দিকে বাড়িতে গোয়াল ঘরের বিদ্যুতের লাইন টানতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই হাফিজুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলের হাবিবুরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুর প্রবাস থেকে ফিরে এসে টাইলস ও রাজমিস্ত্রির কাজ করছিলেন। আবারও বিদেশ যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তা আর হলো কই।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবীর হাসান বলেন, হাসসপাতালে আসার আগেই মারা গেছেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।