ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ থানার হত্যার চেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর সদর দফতর।

গ্রেপ্তার মো. জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোজাফ্ফর হাওলাদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ও র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম ২০১৬ সালের জমিজমা সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে পাশের বাড়ির মো. ছোবহান মোল্লাকে হত্যার উদ্দেশে গুরুতর জখমসহ ধারালো অস্ত্রদ্বারা ডান পায়ে হাটুর উপর থেকে বিছিন্ন করে ফেলে। সে মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

এছাড়া চলতি বছরের গত ২৮ মার্চ গ্রেপ্তার জসিম ও তার সন্ত্রাসী দল ধাররো অস্ত্র ও লোহার রড, লাঠি দিয়ে বাকেরগঞ্জ থানাধীন মোহাম্মদ ইব্রাহিম ওরফে ফালানকে হত্যার উদ্দেশে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।

এ ঘটনায় ফালানের স্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে।

র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর জানান, জসিমের নামে  গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে সে এলাকা থেকে পালিয়ে যায়।

সেই প্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, সিপিসি-২ এর যৌথ অভিযান পরিচালনা করে  তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এমএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।