ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে সাপের ছোবলে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
শিবচরে সাপের ছোবলে প্রাণ গেল শিশুর রাফিয়া খান

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে সাপের ছোবলে রাফিয়া খান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা! 

এর আগে রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসেছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন তার পায়ে কোনো কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পান। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এদিকে শিবচর হাসপাতালে এ ধরনের রোগী ভর্তির কোনো রেকর্ড নেই বলে শিবচর হাসপাতাল সূত্রে জানা গেছে।

শিশুটির বাবা রাকিব খান বলেন, আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।