ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় খালে ভাসছিল কিশোরের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
আগৈলঝাড়ায় খালে ভাসছিল কিশোরের মরদেহ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় খাল থেকে আব্দুল্লাহ হাওলাদার (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদীর শাখা একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আব্দুল্লাহ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার সুমন হাওলাদারের ছেলে।  

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আব্দুল্লাহ ঢাকা থেকে ১০দিন পূর্বে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের বাসিন্দা নানা সিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে।

অন্যান্য দিনের মতো রোজা রেখে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ বাড়ির পাশের একটি খালে স্থানীয় অপর দুই শিশু হামিম ও আশিকের সঙ্গে গোসল করতে যায়।  সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়।

গৌরনদী ফায়ার স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, বাড়ির পাশের যে খালে তিন শিশু গোসল করতে যায়, সেটি সন্ধ্যা নদীর একটি শাখা খাল (পয়সারহাট
খাল)। সাঁতার কাটতে গেলে তিন শিশুর মধ্যে দুই শিশু খালের ওপারে পৌঁছাতে
পারলেও আব্দুল্লাহ আর পারেনি। খবর পেয়ে তাদের কর্মীরা ৫ ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল্লার মরদেহ ওই খাল থেকেই উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।