ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রেণিকক্ষে নির্যাতিত সেই বাবাকে চাকরি দিলেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
শ্রেণিকক্ষে নির্যাতিত সেই বাবাকে চাকরি দিলেন এসপি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকে রেখে নির্যাতনের শিকার সেই বাবার হাতে জুট মিলে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। সেই সঙ্গে তার ছেলেকেও চাকরি দেওয়ার আশ্বাস দেন।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলার মধুখালী পৌরসভার দাউলিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া বাবা-ছেলের খোঁজখবর নিতে গিয়ে ওই নিয়োগপত্র তুলে দেন এসপি।

এসময় নির্যাতনের শিকার বাবা ইয়ামিন মৃধার (৪০) হাতে আর্থিক সহায়তার নগদ বিশ হাজার টাকা এবং চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ঈদ উপহার তুলে দেন। একই সঙ্গে উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে তাকে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুলিশ সুপার। পাশাপাশি নির্যাতনের শিকার ছেলে রাজন মৃধাকেও (১৫) চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।

এসময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মধুখালী উপজেলার নিবাহী কমকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী নির্যাতিত ইয়ামিন মৃধা ও তার পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে জমিসহ একটি ঘর উপহার দেন।

দুই শতাংশ জমিসহ একটি পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয় ইয়ামিন মৃধাকে। যে ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইয়ামিন মৃধা।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজন মৃধাকে মারধর ও নির্যাতন করা হয়। পরে সেই নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে মাঝকান্দির নাজিমউদ্দিনের মেয়ে রুমার নেতৃত্বে পাশবিক নির্যাতনের ভয়াবহতা ফুটে ওঠে। মামলা দায়ের হয় থানায়।

তবে বুধবার (৫ এপ্রিল) পর্যন্তও অভিযুক্ত রুমা গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

>> বাবা-ছেলেকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার আসামিরা রিমান্ডে

>> ফরিদপুরে বাবা-ছেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৪

>> ফরিদপুরে শ্রেণিকক্ষে আটকে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল

>> শ্রেণিকক্ষে নির্যাতিত সেই বাবা-ছেলের বাসায় জেলা প্রশাসক

>> ফরিদপুরে শ্রেণিকক্ষে নির্যাতিত সেই বাবা-ছেলে পেলেন আশ্রয়ণের ঘর

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।