ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

চোরাই গরুবাহী ড্রাম ট্রাকসহ আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
চোরাই গরুবাহী ড্রাম ট্রাকসহ আটক ৪ 

গাইবান্ধা: গাইবান্ধায় চোরাই গরুবাহী ড্রাম ট্রাকসহ সংঘবদ্ধ গরুচোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।

আটকরা হলেন- জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম সজিব (২৩), গাইবান্ধা সদরের খামার পীরগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (২৭), মৃত আজিম উদ্দিনের ছেলে রেজাউল শেখ (৪০), রাজশাহীর কাশিডাঙ্গা উপজেলার রাইপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বিজয় ইসলাম বাবু (১৯)।

পুলিশ সুপার বলেন, আটক চার জন গরুচোর দলের সক্রিয় সদস্য। তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরু চুরি করে ড্রাম ট্রাকে অভিনব কায়দায় পরিবহন করে থাকে। পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাই গরুকে ট্রাকে তুলে চেতনানাশক ইনজেকশন পুশ করে অজ্ঞান করে। এরপর ত্রিপলে ঢেকে দেয়। যাতে মনে হয় পণ্যবাহী ট্রাক। এভাবে পাচার করে আনা চোরাই গরুর খবর পেয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) সদরের সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের গোয়ালঘর থেকে ৪টি গরু উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের আটকসহ গরুর প্রকৃত মালিককে ফেরত দেওয়ার লক্ষ্যে খোঁজখবর চলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।