ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমুলিয়া মডেল টাউনে পড়েছিল যুবকের লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আমুলিয়া মডেল টাউনে পড়েছিল যুবকের লাশ ফাইল ফটো

ঢাকা: ডেমরার আমুলিয়ায থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।

সোমবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে ডেমরা থানা পুলিশ মরদেটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল কবির বলেন, আমুলিয়া মডেল টাউনের ভেতরের ৫ নম্বর রোডে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে সেখানে গিয়ে সেটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওই যুবকের গলায় গামছা প্যাঁচানো। নাকমুখে রক্ত মাখা রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর সেখানে ফেলে গেছে ঘাতকরা। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমসহ পুলিশ কাজ করছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদরহটি মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।