ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক অস্ত্র ও ফেনসিডিলসহ আটক যুবক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) এ ঘটনায় কাশিমপুর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা হয়েছে।

আটক যুবক মো. জাহিদুল ইসলাম (৩০) গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান জানান, শনিবার (১ এপ্রিল) বিকেলে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে জাহিদুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে তার ঘরের খাটের নিচ থেকে আরও একটি ম্যাগাজিন ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাশিমপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আরএস/জেএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।