ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন সোহেলের লাশ গ্রামের বাড়িতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন সোহেলের লাশ গ্রামের বাড়িতে মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন প্রবাসী সোহেলের মায়ের আহাজারি। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন হওয়া প্রবাসী সোহেলের মর‌দেহ তা‌র গ্রা‌মের বা‌ড়ি এসে পৌঁছেছে। মর‌দেহ পেয়ে স্বজনরা আহাজা‌রি কর‌ছেন।

 

শ‌নিবার (১ মার্চ) সকালে অ‌্যাম্বু‌লেন্সযোগে তার মর‌দেহ জেলার ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এরআগে রাত ৩ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে সোহেলের কফিন।

এদিকে খুন হওয়ার দীর্ঘ ৬ মাস পর মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন একমাত্র ছেলে হারানো মা আমিনা বেগম ও আত্মীয়স্বজনরা। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তি দাবি জানান স্বজনরা।

জানা গে‌ছে, অল্প বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে ১৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের আহমেদ মিয়ার ছেলে সোহেল। সেখানে একটি কারখানায় কাজ করতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে সোহেল ছিলেন সবার বড়। গেলো বছরের ২৫ সেপ্টেম্বর রাতে তামিলজায়া এলাকার বাসার কাছ থেকে অপহরণ করা হয় সোহেলকে। মেরে ফেলার হুমকি দিয়ে ২৭ সেপ্টেম্বর ৫ লাখ টাকা মুক্তিপণও আদায় করে অপহরণকারীরা। তারপরও মুক্তি না পাওয়ায় মালয়েশিয়ায় দুটি মামলা করেন সোহেলের মামা মিজানুর। মামলার প্রেক্ষিতে কাজং থানা পুলিশ চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ৬ অক্টোবর কুয়ালালামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার একটি জঙ্গল থেকে ৩৯ বছর বয়সি এ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশের হাত ও মুখ টেপ ও সারং দিয়ে বাঁধা ছিল। ৬ মাস অপেক্ষার পর আজ সকালে কফিনে মোড়ানো মরদেহ বুঝে পান স্বজনরা।  

মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত সেন বলেন, সোহেলকে অপহরণের পর হত্যার ঘটনায় মালয়েশিয়ায় ও বাংলাদেশে মামলা হয়েছে। আজ তার মর‌দেহ দেশে এসেছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।