ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফের ইয়াবাসহ আটক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
ফের ইয়াবাসহ আটক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা 

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে তৃতীয় বারের মতো ইয়াবাসহ আটক হয়েছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী (৩০)।  

বৃহস্পতিবার (৩০মার্চ) বেলা ১১টায় মোরেলগঞ্জ পৌর শহরের এসএম কলেজ সংলগ্ন আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তার কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

ইব্রাহিম ফরাজী আদর্শপাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে। মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।  

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের পরিদর্শক মিলন কুমার ব্যানার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিম ফরাজীর বাড়িতে অভিযান চালিয়ে ২০৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। ইব্রাহিম ফরাজীকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এনিয়ে তিনবার ইয়াবাসহ আটক হলেন ইব্রাহিম ফরাজী।  

২০১৯ সালে ৮ জুলাই র‌্যাবের হাতে ২৫০ পিস ইয়াবাসহ আটক হন ইব্রাহিম। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাতে ১৪০ পিস ইয়াবাসহ ফের তাকে আটক করে মোরেলগঞ্জ থানা পুলিশ।  

আগের দুবারই কারাভোগের শাস্তি পেয়েছেন ইব্রাহীম। জামিনে মুক্ত হয়েই ফের মাদক ব্যবসা শুরু করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।