ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে অপহরণ

বরিশাল: প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর বাবা ইউসুফ তালুকদার বাদী হয়ে বুধবার (২৯ মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে স্কুল ছাত্রীর বাবা জানান, তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে প্রায়ই উত্যক্ত করে আসছিল পাশের দেওপাড়া গ্রামের আলমগীর ফকিরের বখাটে ছেলে মিরাজ ফকির। উত্যক্তের প্রতিবাদ করায় বুধবার সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মিরাজ ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩ 
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।