ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু চামেলী রানী

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চামেলী রানী (৫৫) নামে এক পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৬মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চামেলী রানী ওই এলাকার মৃত জীবন সিকদারের স্ত্রী। তিনি উপজেলা পরিবার কল্যাণ সহকারী হিসেবে ওই এলাকায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে তিনি নিজ ঘরের ট্রাঙ্কে (বাক্স) থাকা কাপড় নামাতে যান। এ সময় ওই লোহার ট্রাঙ্কটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি তা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল ও ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  
  
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ২৭ মার্চ, ২০২৩
নাটোর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।