ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক আটকরা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, সংঘবদ্ধ কিশোর গ্যাং কয়েকভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটকরা ছিনতাই ও ডাকাতি ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে জমি দখলে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্ম করত। তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে বিভিন্ন সময় মারামারি ও সশস্ত্র সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি শিহাব।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।