ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খালে যুবকের মরদেহ, উদ্ধারে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
খালে যুবকের মরদেহ, উদ্ধারে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় একটি খালে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে রয়েছে।  

সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে রহমানিয়া খালে ওই ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে। মরদেহটিতে পচন শুরু হয়েছে।  

ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম এবং সিআইডির সদস্যরা।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।