ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অর্থ ঋণ মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ফরিদপুরে অর্থ ঋণ মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার গ্রেফতার: প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অর্থ ঋণ মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের সোমবার (১৩ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে রোববার (১২ মার্চ) বিভিন্ন সময়ে ফরিদপুরে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-উপজেলার রুপাপাত ইউনিয়নের সোতালিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার মেয়ে মিতু (১৭) ও ফাতেমা (১৬) এবং চাঁন মিয়ার ম্যানেজার বনমালীপুর গ্রামের নাজমুল মিয়া (৪০)। নাজমুল মিয়া চান মিয়ার পাটের ব্যবসার ম্যানেজার ছিলেন। গ্রেফতার প্রত্যেকের ৬ মাসের সাজা হয়েছে।

জানা যায়, চাঁন মিয়া ব্রাক ও জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। ওই টাকা পরিশোধ করতে না পারলে দুই প্রতিষ্ঠানই ২০১৭ সালে আদালতে মামলা করেন। মামলার পর ২০১৮ সালে চাঁন মিয়া মারা যায়।

এ ব্যাপারে বোয়ালমারীর ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, গ্রেফতারদের সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।