ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
সিরাজগঞ্জে লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান গাছে গাছে ঘুরছে মুখপোড়া হনুমান

সিরাজগঞ্জ: বেশ কয়েকদিন ধরেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান। এটি গাছে গাছে ও বাড়িতে বাড়িতে ঘুরছে।

উৎসুক জনতার ছুড়ে দেওয়া কলা ও পাউরুটি খেয়ে দির কাটাচ্ছে সে।  

তবে বেশি মানুষ দেখলেই ভয় পেয়ে লাফিয়ে দূরে সরে যাচ্ছে হনুমানটি। একস্থানে বেশিক্ষণ থাকছে না।  

গত দুদিন ধরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ ও কাটারমহল গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।

হালকা হলুদ ও সাদা রঙের হনুমানটি দেখতে ভিড় জমায়েত হচ্ছে। হঠাৎ করে এ হনুমান কোথা থেকে এলো সে প্রশ্ন সবার।  

বন বিভাগ কর্মকর্তাদের ধারণা, ভারত থেকে ট্রাকে চেপে হনুমানটি সিরাজগঞ্জে এসে পড়েছে।  

শনিবার (১১ মার্চ) সকালে মোড়দহ গ্রামের আক্তার হোসেনের বাড়ির একটি গাছে হনুমানটিকে দেখা গেছে। রোববার মোড়দহ গ্রামের বিভিন্ন গাছে  দেখা গেছে। হনুমানটিকে স্থানীয় লোকজন খাবার দিচ্ছে।  

বিষয়টি সিরাজগঞ্জ জেলা বন বিভাগকে জানানো হয়েছে বলে জানান মোড়দহ গ্রামের আব্দুল হান্নান।

সিরাজগঞ্জ জেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ খান বলেন, উল্লাপাড়ায় একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি। আসলে ভারত থেকে ঝারখণ্ড হয়ে অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান ট্রাকে চেপে বসে এদেশে চলে আসে। পরে ফিরে যাবার পথ হারিয়ে ফেলে।  

তিনি বলেন, বিষয়টি রাজশাহী বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। সেখান থেকে এটিকে ধরার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।