ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোর গ্যাং লিডার পয়েন্ট রাব্বি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
কিশোর গ্যাং লিডার পয়েন্ট রাব্বি গ্রেফতার

কুমিল্লা: কিশোর গ্যাং লিডার ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) ভোরে কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচি।  

গ্রেফতার পয়েন্ট রাব্বির বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নরহ গ্রামে। তিনি কুমিল্লা নগরীর অশোকতলায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পয়েন্ট রাব্বির একটি কিশোর গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর ঠাকুরপাড়া, অশোকতলা, গোবিন্দপুর এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছে বলে জানায় পুলিশ।  

সোমবার রাতেও পয়েন্ট রাব্বি ও তার সহযোগীরা মিলে তিন-চারজন কিশোরকে কুপিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গ্রেফতার পয়েন্ট রাব্বির বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারির মামলা রয়েছে। আর কোন কোন ঘটনার সঙ্গে সে জড়িত তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।