ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সড়কে ঝরল ৫ বাংলাদেশির প্রাণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সড়কে ঝরল ৫ বাংলাদেশির প্রাণ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দুর্ঘটনার এ তথ্য জানিয়েছেন। তিনি খোঁজখবর রাখছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বাংলাদেশ সময়:  ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩,
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।