ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাক্টর থেকে পড়ে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নাটোরে ট্রাক্টর থেকে পড়ে কিশোর নিহত ফাইল ফটো

নাটোর: নাটোরের লালপুরে মাটি বহনকারী একটি ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ফরহাদ আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফরহাদ একই এলাকার আজিত মোল্লার ছেলে। সে ওই ট্রাক্টরের হেলপার।  

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ মনোয়ারুজ্জামান  এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার সকালে স্থানীয় জিয়াউরুল ইট ভাটায় মাটি বহনকারী ট্রাক্টরের হেলপার ফরহাদ চলন্ত অবস্থায় পড়ে যায়। এ সময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ  সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।