ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সেই শাহীনা বেগমের বিরুদ্ধে ব‌্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সেই শাহীনা বেগমের বিরুদ্ধে ব‌্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ বকশীগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহিনা বেগম।

জামালপুর: নিয়মনীতির উপেক্ষা করে জামালপুরের বকশীগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবন উপজেলা আওয়ামী লীগ সভাপতির উদ্বোধনের ঘটনায় ব‌্যবস্থা নিতে যাচ্ছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ এ তথ‌্য জানান।

তিনি বাংলানিউজকে বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনসহ সকল কার্যক্রম করে থাকেন প্রধানমন্ত্রী, মন্ত্রীরা ও স্থানীয় সংসদ সদস‌্য। একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে নিজের নামফলকে লেখে সরকারি ভবন উদ্বোধননিয়মের পরিপন্থী। উপজেলা আওয়ামী লীগের সভাপতির এ ধরনের কার্যক্রমে জেলা আওয়ামী লীগ বিব্রত। জেলা আওয়ামী লীগ সভাপতি বিদেশে সফর শেষে দেশে ফিরলেই এ বিষয়ে ব‌্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তি রায় বাংলানিউজকে বলেন, সরকারি ভবন উদ্বোধন স্থানীয় এমপি বা মন্ত্রীরাই করে থাকেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এটি কোনোভাবেই করার এখতিয়ার রাখেন না।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহীনা বেগমকে কল দিলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবন গত ২ ফেব্রুয়ারি উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম।

শুধু তা-ই নয়, সরকারি অর্থায়নে নির্মিত ভবনের উদ্বোধনী ফলকে লেখান নিজেরই নাম। গত ৪ ফেব্রুয়ারি গণমাধ্যম বাংলানিউজে সংবাদ প্রকাশে পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে দেশজুড়ে। জামালপুর জেলা আওয়ামী লীগ নড়েচড়ে বসে।

জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওয়তাধীন ফারাজীপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের একতলা ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৭৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।