ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ছবি: সংগৃহীত

ঢাকা: গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এর অধীনস্থ নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় আগামীকাল (বৃহস্পতিবার) ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

বুধবার (৮ ফ্রেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য ৯ ফেব্রুয়ারি বেলা ২টা হতে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ সমগ্র নরসিংদী শহর/পৌর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, উক্ত সময়ে শিলমান্দি, পাঁচদোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ