ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
নোয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ।

 

জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ১০ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ২টি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবারসহ আরও ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।