ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৯ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ফরিদপুরে ৯ কেজি গাঁজাসহ আটক ২

ফরিদপুর: ফরিদপুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৯) ও একই এলাকার মো. রিজাউল ফরাজীর ছেলে মো. মসিউর রহমান ওরফে মোশারফ (৪৫)।  

অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই দু’জন মাদক সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে জেলর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।