ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঢাকা: ধর্ষণ মামলার পলাতক আসামি মিঠু শেখকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলী থানার জুরাইন মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ৪৮৫ টাকা জব্দ করা হয়।  

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।  
    
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল জুরাইন মুরাদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় বাগেরহাটের মোল্লাহাট থানার ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মিঠু গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।