ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
রাজধানীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে মো. বিল্লাল হোসেন (৩২) নামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও থানাধীন সি-ব্লক খেলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার বিল্লালের বিরুদ্ধে খিলগাঁও থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলো।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।