ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ‘আইইবি’ নির্বাচনে সবুর-মঞ্জু প্যানেলের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
ফরিদপুরে ‘আইইবি’ নির্বাচনে সবুর-মঞ্জু প্যানেলের সভা

ফরিদপুর: ফরিদপুরে  প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) আসন্ন ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ মনোনীত সবুর-মঞ্জু পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুরের এলজিইডি অফিসের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

আইইবি ফরিদপুর কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান এ শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর।  

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সবুর-মঞ্জু পরিষদের বিকল্প নাই।  

এ সময় সবাইকে সবুর মঞ্জু প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের  বিভাগীয় প্রধান ও আইইবি ফরিদপুর কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান খান অপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন - আইবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট  ইঞ্জিনিয়ার এসএম মঞ্জুরুল হক মঞ্জু, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শীবলু, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রনক আহসান, ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, অমিত কুমার চক্রবর্তী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২ , ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।