ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. নকীব হোসেন রানাকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

অস্ত্র এবং হত্যাসহ একাধিক মামলার এই আসামি গত ২৭ বছর ধরে পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ওয়ারিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, গ্রেফতার নকীব বিভিন্ন থানায় অস্ত্র আইন এবং হত্যা মামলাসহ একাধিক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার নামে ঢাকার সুত্রাপুর থানায় ১৯৯৭ ও ২০০০ সালের পৃথক ২টি অস্ত্র আইন ও ২০০০ সালের ১টি হত্যা মামলা এবং বংশাল থানায় ২০১২ সালের ১টি মাদক মামলা রয়েছে। ২০০০ সালের অস্ত্র আইন মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষণা করেন।

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পালিয়ে জীবন যাপন করে আসছিলেন। গ্রেফতার নকীব হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।