ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে পিকআপের পেছনে একাধিক বাসের ধাক্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
পদ্মা সেতুতে পিকআপের পেছনে একাধিক বাসের ধাক্কা

মাদারীপুর: পদ্মা সেতুতে একইসঙ্গে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে একাধিক বাসের ধাক্কা লাগে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে।  

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আলমগীর হোসাইন।  

তিনি বলেন, একটি পিকআপ ভ্যান নষ্ট হয়ে পদ্মা সেতুতে পড়েছিল।  ওই পিকআপ ভ্যানের পেছনে এসে একাধিক বাসের ধাক্কা লাগে। যাত্রীরা অনেকে আহত হলেও মারাত্মক কিছু ঘটেনি। মূলত কুয়াশার কারণে দূর থেকে পিকআপভ্যানটি দেখা যায়নি বলেই দুর্ঘটনা ঘটেছে। কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়েছিল। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু উত্তর থানা সূত্র জানিয়েছে, সোমবার সকালের দিকে দক্ষিণাঞ্চলগামী একটি পিকআপ ভ্যান সেতুর উপর উঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেতুর উপরই পড়ে থাকে গাড়িটি। এসময় দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী একটি বাস পিকআপ ভ্যানটির পেছনে এসে ধাক্কা লাগে। ওই বাসটির পেছনে অন্য আরেকটি বাস এসে ধাক্কা লাগে। এসময় বাস দুটির সামনের কাচ ভেঙে যায়। সামনের দিক দুমড়ে-মুচড়েও যায়। তবে দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। বেশ কয়েকজন যাত্রী আহত হলেও গুরুতর অবস্থা হয়নি কারও।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।