ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ভূমি উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
খাগড়াছড়িতে ভূমি উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ভূমি উন্নয়ন কর, জমা খারিজ ও জমি হস্তান্তর বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

 

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভনপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, খাগড়াছড়ি সহকারী ভূমি কমিশনার মো. এরফান উদ্দিন প্রমুখ।  

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় এবং অর্থ, বাজেট, পরিকল্পনা এবং স্থানীয় সম্পদ আহরণ কমিটি এবং উপজেলা ভূমি অফিসের উদ্যেগে কর্মশালা বাস্তবায়ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।