ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় বাইকে থাকা আখলাক হোসেন শোভন (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার ছিলেন।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।  

নিহত ব্যক্তি থাকতেন মিরপুর এলাকায়। তার বাড়ি মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে শোভন-সহ আরেকজন বাইকে ছিলেন। শোভন ছিলেন পেছনে। তখন একটি ট্রাক ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে লোকজন হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাক জব্দসহ এর চালককে আটক করা হয়েছে। বাইক চালক সামান্য আহত হলেও ভালো আছেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।