ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
তেজগাঁওয়ে ৪২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসির প্রবেশ গেটের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- মো. আজিম, মহসিন ও মো. রাকিব।

ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ও ৪২ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এনে ঢাকার কারওয়ান বাজার, বাড্ডা, ভাটারা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাদের নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।