ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪৪ কেজি গাঁজা ও হাজার পিস ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
৪৪ কেজি গাঁজা ও হাজার পিস ইয়াবাসহ আটক ৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজা ও ১ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- মানিক আলী (৩৩), সজীব মিয়া (২২), হান্নান (২৫) ও সুজন (২৪) ও জাহিদুল ইসলাম (৪১)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যাত্রাবাড়ীর রায়েরবাগ, সায়েদাবাদ ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক তিন অভিযানে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রায়েরবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।  

তিনি আরও বলেন, সায়েদাবাদ এলাকায় অপর একটি আভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবাসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়। আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা ১৬৪৫, জানুয়ারি ২৬, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।