ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

ঢাকা: হত্যাকাণ্ডের ২৪ বছর পর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। প্রাথমিকভাবে তার তার নাম-পরিচয় জানা যায়নি।

 

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেফতার আসামি হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২৪ বছর পলাতক থেকে জীবন-যাপন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

এ বিষয়ে বিকেল ৫টার দিকে বসিলায় র‌্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।