ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ কাটার হিড়িক, নিশ্চুপ পাউবো!  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ কাটার হিড়িক, নিশ্চুপ পাউবো!  

সাতক্ষীরা: প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় জলোচ্ছ্বাসের সংকেত ঘোষণার আগ পর্যন্ত উপকূলীয় এলাকার জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে মাথাব্যথা থাকে না সংশ্লিষ্টদের। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করেই শুরু হয় বেড়িবাঁধ সংস্কারের তোড়জোড়।

বিপরীতে সারা বছর চলে বেড়িবাঁধ কাটার হিড়িক। প্রকাশ্যে বেড়িবাঁধ কাটলেও পানি উন্নয়ন বোর্ড থাকে নিশ্চুপ।

সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষীতে প্রকাশ্যে পাউবোর বেড়িবাঁধ কেটে 'নাইন্টি কল' বসানোর হিড়িক পড়তে দেখা যায়। এ অবস্থা শুধু বিড়ালাক্ষীতে নয়, চলছে গোটা উপকূলীয় এলাকায়।

খোঁজখবর নিয়ে দেখা গেছে, বিড়ালাক্ষী গ্ৰামের কুদ্দুস শেখ, ফোইলাক শেখ ও কোহিনুর শেখের নেতৃত্বে ঘেরে পানি উত্তোলনের জন্য বাঁধ কেটে সাবাড় করছেন স্থানীয় ঘের মালিকরা।  

স্থানীয়রা জানান, প্রতিবছর বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা এলাকা। এর প্রধান কারণ সারাবছর জুড়ে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ বসান স্থানীয় ঘের মালিকরা। এতে বেড়িবাঁধ ঝাজরা হয়ে জরাজীর্ণ হয়ে পড়ে। যা সামান্য জোয়ারের চাপেই নদী গর্ভে বিলীন হয়ে যায়।

এ বিষয়ে কোহিনুর শেখের কাছে জানতে চাইলে তিনি জানান, সবাই কাটছে, তাই আমরাও কাটছি। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেকশন অফিসার সাজ্জাদুল কবির বলেন, বাঁধ কর্তনকারীদের বিরুদ্ধে থানায় জিডি করা হবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।