ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে চোরাই গরুসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
সোনাগাজীতে চোরাই গরুসহ যুবক আটক

ফেনী: ফেনীর সোনাগাজীতে দুটি চোরাই গরুসহ মেহেদী হাসান মাসুদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার সোনাগাজী কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর এলাকার জেবল হকের বাড়ির সামনে থেকে চোরাই গরুসহ তাকে আটক করা হয়।

আটক মাসুদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নুরপুর দোল্লাই নবাবপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, ভোরে মেহেদী হাসান একটি পিকআপ যোগে চর চান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহর বাজার এলাকার আবুল হোসেনের দুটি গরু চুরি করে। পালানোর সময় সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর জেবল হকের বাড়ির সামনে টহল পুলিশ দল পিকআপসহ গরু দুটি উদ্ধার করে ও মেহেদী হাসানকে আটক করে। এ ঘটনায় গরুর মালিক আবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাশে সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএইচডি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।